ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় গলাচিপায় ১১৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায়  গলাচিপায় ১১৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত


নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় গলাচিপা উপজেলার ১১৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম। রবিবার শেষ বেলায় উপজেলা পরিষদ মিলানয়তরে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুুত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেনসহ ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন চেয়ারম্যান ও সিপিপির সদস্যবৃন্দ।
গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় লোকজন সহ সাধারন মানুষ যাতে আশ্রয় নিতে পারে তাই উপজেলায় ১১৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে।